দেশজুড়ে তোলপাড় আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে পুরষ্কার পাচ্ছেন ক্রেতারা

স্টাফ রিপোর্টার।।
প্রকাশ: ২ সপ্তাহ আগে

 

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন অফার সিজন-২২–এর আওতায় ওয়ালটন এর বিভিন্ন শাখায় ঈদ উপলক্ষে ১০ লাখ টাকা পুরস্কার ছারাও নিশ্চিত ক্যাশব্যাক ও বিভিন্ন পন্য ফ্রি পাচ্ছেন ক্রেতারা। ওয়ালটন প্লাজা কচুয়া শাখা থেকে ফ্রিজ কিনে ইতিমধ্যে ১ লাখ টাকার পুরষ্কার পেয়েছেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার শ্রীরামপুর এলাকার রুবেল হোসেন।

 

বুধবার (৯ এপ্রিল) দুপুরে কুমিল্লা ব্রাক লার্নিং সেন্টার অডিটরিয়ামে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ক্রেতার হাতে পুরষ্কার তুলে দেন।

 

ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এ ক্রেতাদের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন। সিজন-২২চলাকালীন দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা ফ্যান কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।

 

চেক হস্তান্তর অনুষ্ঠানে ক্রেতা রুবেল হোসেন বলেন, ওয়ালটন পণ্য দামে সাশ্রয়ী, টেকসইও। তাছাড়া তাদের কিস্তি সুবিধা রয়েছে। তাই কিস্তি সুবিধায় ওয়ালটনের ফ্রিজ কিনেছি। কিন্তু ওয়ালটন ফ্রিজ কিনে এমন পুরস্কার পাবো তা ভাবতেও পারিনি। ক্রেতাকে দেয়া কথা রাখায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

 

চিত্রনায়ক আমিন খান বলেন, বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য গ্রাহকদের দ্বোরগোঁড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করছে ওয়ালটন। প্রতিষ্ঠানটি শুধুমাত্র ব্যবসাই করছে না তারা মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখছে। ওয়ালটন সবসময় গ্রাহকদের সুবিধার দিকটি অগ্রাধিকার দেয়। এভাবেই তারা গ্রাহকের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমাদের সবার উচিৎ দেশি ব্র্যান্ড ওয়ালটনের পণ্য কিনে দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করা। এতে লাভ আমাদের দেশের মানুষেরই।