নতুন ছাপানোর পরেও চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছে না গ্রাহক

নিউজ ডেস্ক।।
প্রকাশ: ৪ মাস আগে

নতুন টাকা ছাপানোর পরও চাহিদা মতো অর্থ তুলতে পারছেন না দুর্বল ব্যাংকের অনেক গ্রাহক। যদিও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সহায়তা পাওয়ার পর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে ব্যাংকগুলোতে। তবে, আর্থিক খাতের অবস্থা ঠিক রাখতে প্রয়োজন ছাড়া টাকা না তোলার আহ্বান ব্যাংকারদের।

দুর্বল ছয় ব্যাংককে তারল্য সহায়তা হিসেবে সাড়ে ২২ হাজার কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের এমন ঘোষণা পর অনেক গ্রাহক ব্যাংকগুলোতে আসে টাকা তুলতে। তবে দুর্বল ব্যাংকগুলোর রাজধানীর অনেক শাখা এখনও চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না।

একজন গ্রাহক বলেন, ‘যেখানে ৫০ হাজার টাকা দরকার, সেখানে আমাকে ৫ হাজার টাকা করে দিচ্ছে। গভর্নর বলেছেন, যার যত টাকা প্রয়োজন দেবেন। কিন্তু প্রয়োজন অনুযায়ী দিচ্ছে না। এখন ইমার্জেন্সি ২০ বা ৫০ হাজার টাকা লাগলেও তো কিছু করার নেই। রেখেছি লাখ লাখ টাকা, কিন্তু প্রয়োজনে পাচ্ছি না।’

তবে শাখা ব্যবস্থাপকরা বলছেন, গ্রাহকের চাহিদা অনুযায়ী দিতে না পারলেও বাড়ানো হয়েছে অর্থের পরিমাণ। দ্রুতই পরিস্থিতির উত্তরণ হবে বলে আশা তাদের।

এফএসআইবির দিলকুশা শাখার ব্যবস্থাপক তাহুরুল হক বলেন, ‘আমার গ্রাহকদের ভেতরে যে একটা আতঙ্ক কাজ করছিল, সেটা যদি আমরা তাদের স্মুথ সার্ভিস দিতে পারি, তারাই দেখা যাবে যে আমাদের এখানে টাকা রাখবে।’

বিশ্লেষকরা বলছেন, দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ার উদ্যোগ ইতিবাচক। তবে এতেও পরিস্থিতির উন্নতি না হলে ব্যাংকের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তাদের।

বিআইবিএমের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, ‘এই যে টাকাগুলো বেড়িয়ে গেছে, এগুলো হয় পাচার হয়েছে আর না হয় এনপিএল হয়ে গেছে। এটা তো রিসাইকেল হচ্ছে না। এ কারণে ডেফিনেটলি আপনি সংকটে পড়বেন। তারল্যের সমস্যা হবে।’

শুধু তারল্য সহায়তায় নির্ভর না করে, ব্যাংকগুলোকে খেলাপি ঋণ আদায়ে আরও কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের।