নতুন পোশাক পরে ঈদ উদযাপন করা হলো না সাজ্জাদের। স্কুল ছুটি; আনন্দ আয়োজনে কাটছিল আসন্ন ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি। ঈদের আর মাত্র দু’দিন বাকি। কে জানতো প্রস্তুতিতেই শেষ হবে সাজ্জাদের চিরদিনের মতো ঈদ উদযাপন! পথেই অপেক্ষা করছিল তার জন্য মৃত্যুদূতআ।
আজ শুক্রবার শেষ কেনাকাটা করে বাইসাইকেলে চড়ে ফিরছিলেন বাড়ি। মার্কেটিং সেরে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান সাজ্জাদ। গতকাল শুক্রবার দুপুরে হোমনা-বাঞ্চারামপুর ওভার ব্রীজ ও হোমনা উপজেলা বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং সে উপজেলার গোয়ারীভাঙ্গা গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেন আজ বেলা বারোটার দিকে হোমনা বাজার থেকে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে হোমনা-বাঞ্চারামপুর ওভার ব্রীজ ও হোমনা বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় একটি কাভার্ড ভ্যান পিছন থেকে তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সে হোমনা বাজার থেকে মার্কেটিং করে বাড়ি যাওয়ার সময় হোমনা-বাঞ্চারামপুর ওভার ব্রীজ থেকে ১০০ গজ দূরে একটি কাভার্ড ভ্যান পিছন থেকে ধাক্কা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাভার্ড ভ্যানসহ চালক আটক আছে। মামলা প্রক্রিয়াধীন।