নাঙ্গলকোটে যুবদল নেতার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নাঙ্গলকোট প্রতিনিধি।।
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুগ্ম আহবায়ক মনজুরুল আলম মঞ্জু (৩৮) মৃত্যু বরণ করেছেন। কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন থেকে শুক্রবার দুপর দেড়টার দিকে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের কুকুরীখীল গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনজুরুল আলম মঞ্জু কুকিরীখিল গ্রামের মরহুম মনু মিয়া ম্যানেজারের ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে তৃতীয়। মনজুরুল আলম মঞ্জু ছাত্র জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাঙ্গলকোট উপজেলা সহ সভাপতি ও পরে মধ্যপ্রাচ্যের দেশ বাহারাইন কেন্দ্রীয় যুবদল সভাপতি এবং সর্বশেষ নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক ছিলেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় নিজ বাড়ি সংলগ্ন মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যু কালে তিনি দু’ভাই-দু’বোন, স্ত্রী, ২বছর বয়সী এক পুত্র ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মনজুরুল আলম মঞ্জু’র মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মনজুরুল আলম মঞ্জু’র মৃত্যুতে গভীর শোক এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহম্মদ ভূঁইয়া, উপজেলা সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন, নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমীর মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, উপজেলা যুবদল আহবায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান টিটু।