নেচে-গেয়ে যুবককে পিটিয়ে হত্যা : ৩ ‘খুনি’ গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় নেচে-গেয়ে যুবককে পিটিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে টানা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো: তারেক আজিজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক দল যুবক ‘মধু হই হই আঁরে বিষ খাওয়াইলা’ গানটির সুরে সুরে নেচে নেচে উল্লাস করছেন। এ সময় তারা দুই হাত খুঁটিতে বেধে এক যুবককে পেটাচ্ছিলেন। মার খেয়ে ভুক্তভোগী যুবকের মাথা ঢলে পড়ে এবং একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন।

পুলিশ সূত্রে জানা যায়, মূলত গত ১৩ আগস্ট ঘটনাটি ঘটেছিল। তখন থানায় একেবারে পুলিশ ছিল না বললেই চলে। এর সুযোগ নিয়েছে দুর্বৃত্তরা। ট্রাফিকের দায়িত্ব পালনকারী কয়েকজন এ হামলায় অংশ নেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী যুবকের নাম শাহাদাত হোসেন (২৪)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি থানার পাঁচবাড়িয়া ইউনিয়নের নদনা গ্রামের মিয়া জান ভুঁইয়া বাড়ির মরহুম মোহাম্মদ হারুনের ছেলে। তবে পরিবার নিয়ে শাহাদাত নগরের কোতোয়ালি থানার বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে থাকতেন।