বরুড়ায় ঋণের চাপে উধাও প্রবাসীর স্ত্রী

স্ত্রীকে ফিরে পেতে পুরস্কার ঘোষণা স্বামীর
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

রাকিবুল ইসলাম, বরুড়া  ।।

কুমিল্লার বরুড়ায় এক প্রবাসীর স্ত্রী অতিরিক্ত ঋণের চাপে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, চলতি বছরের গত ১০মে বরুড়া উপজেলার বেওলাইন গ্রামের প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী মঞ্জুমা বেগম (৫০) ব্যাংক থেকে টাকা উঠানোর কথা বলে ঘর থেকে বের হয়। সাথে করে তার ছোট মেয়ে সাজনি আক্তার(৬) কে নিয়ে যায়।বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও মঞ্জুমা বেগম বাড়ি না ফিরলে দুশ্চিন্তায় পড়েন তার স্বামী ও বাড়িতে থাকা ৩ পুত্রবধূ। ৫ দিন ধরে আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও যখন পাওয়া গেলো না তখন বাধ্য হয়ে থানায় জিডি করলেন স্বামী নুরুল ইসলাম।

এই বিষয়ে নুরুল ইসলাম বলেন, আমি প্রবাস থেকে আসি অল্প কিছুদিন আগে। আসার পর থেকেই দেখি এনজিও-র লোকসহ না না জায়গা থেকে টাকার জন্য আমার বাড়িতে লোক আসছে।

এত টাকা ঋণ কিভাবে হলো এটা জিজ্ঞেসবাদ করার এক পর্যায়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনমালিন্য হয়।এর পরের দিন আমার ছোট মেয়েকে সঙ্গে নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করবে এই কথা বলে বাড়ি থেকে বের হয় আমার স্ত্রী। তারপর আর বাড়ি ফিরে আসেনি। আমার তিন ছেলে প্রবাসে থাকে। আমরা সবাই দুশ্চিন্তায় আছি। যদি কেউ আমার স্ত্রীকে খুজে দিতে পারেন তাকে আমি পুরস্কৃত করব।