বাবা-মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন প্রবাসী ছেলে

গাজী মামুন, লালমাই।।
প্রকাশ: ৩ মাস আগে
Oplus_0

কুমিল্লার লালমাইয়ে বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বউ আনলেন প্রবাসী ছেলে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় আত্মীয়দের নিয়ে  হেলিকপ্টারে বিয়ে করতে যান উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের ফতেহপুর গ্রামের প্রবাসী আক্তার হোসেনের ছেলে সাইপ্রাস প্রবাসী শাহরিয়ার বিজয় (২৫)। কনের বাড়ি একই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের গৈয়ারভাঙ্গা এলাকায়।

এ সময় হেলিকপ্টারে বরযাত্রা দেখতে লালমাই উপজেলা মাঠে ভীড় করেন শত শত উৎসুক নারী-পুরুষ।

পরিবার সূত্রে জানা যায়, বর শাহরিয়ার বিজয় একজন প্রবাসী। জীবিকার তাগিদে তিনি গত চার বছর পূর্বে ইউরোপের দেশ সাইপ্রাসে পাড়ি জমান। তাঁর বাবা আক্তার হোসেন কুয়েত প্রবাসী। বাবা-মার স্বপ্ন পূরণ করতেই তিনি হেলিকপ্টারে চড়ে বিয়ে করার উদ্যোগ নেন।

বর শাহরিয়ার বিজয় বলেন, আমার বাবা এবং আমি দু’জনেই প্রবাসে থাকি। আমি বাবা-মার একমাত্র ছেলে। সে কারণে আমার বাবা-মায়ের ইচ্ছা ছিল আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করি। তাই আজকে তাদের স্বপ্ন পূরণ করলাম।