বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহজাহান নামের এক তরুণ খুনের মামলায় গ্রেপ্তার কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গত মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন।
পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৯ জুলাই দুপুরে রাজধানীর মহাখালীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া তরুণ শাহজাহান গুলিবিদ্ধ হন।
চার দিন পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১৮ ডিসেম্বর শাহজাহানের পরিবার বাদী হয়ে একটি হত্যা মামলা করে।
শাহজাহান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বনানী এলাকা থেকে কুমিল্লা–৮ আসনের সাবেক সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর গত মঙ্গলবার বিকেলে নাসিমুল আলমকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছির আরাফাত।
অন্যদিকে কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসিমুল আলমের আইনজীবীরা জামিন আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত নাসিমুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।