কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজন করা হয় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৪। মঙ্গলবার (১০ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে চান্দলা ফুটবল একাডেমি বনাম ব্রাহ্মণপাড়া ফুটবল একাডেমির মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
এসময়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক জনাব চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ছামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ শহীদুল করিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম, চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, এবং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক।
হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই খেলায় ব্রাহ্মণপাড়া ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়।
পরে, উপজেলা নির্বাহী অফিসার খেলোয়াড় ও দর্শকদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং মাদকবিরোধী বার্তা হিসেবে লাল কার্ড প্রদর্শন করেন। অনুষ্ঠানটি ছিল মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির এক অনন্য উদ্যোগ।