ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ৫০ লক্ষটাকার মালামাল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ৬ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫০ লক্ষ  টাকা মূল্যের বেশি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার বাইপাস থেকে এসব ডিসপ্লে উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করা যায়নি।
সুলতানপর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে উপজেলার মনিয়ন্দ বিওপির একটি টহল দল আখাউড়া পৌর শহরের বাইপাস এলাকায় অবস্থান নেয়। টহল দলের অবস্থান বুঝতে পেরে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা যায়নি। এ সময় কয়েকটি কার্টুন থেকে এক হাজার ১৭১টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৫০ লাখ ২৬ হাজার টাকা।
উদ্ধার হওয়া মোবাইল ফোনের ডিসপ্লে আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।