ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।।
প্রকাশ: ২ years ago

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে জায়ান (২) নামে এক শিশু মারা গেছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরতলীর ঘাটুরা খন্দকার বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। জায়ান একই এলাকার আলামিন মিয়ার ছেলে।

জায়ানের বাবা আলামিন মিয়া বলেন, শনিবার সকাল থেকে পরিবারের সদস্যদের সঙ্গেই ছিল জায়ান। দুপুরে রান্নার কাজ করার সময় সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে বিকেলে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করি। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।