ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম শেষ হয়েছে গত সোমবার। বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে সারাদেশের মতো কুমিল্লা লালমাই উপজেলায়ও শুরু হয়েছে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণ। যা স্ব স্ব ইউনিয়নে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া থেকে কেউ বাদ পড়লে ১২ ফেব্রুয়ারি ‘রিজার্ভ ডে’ হিসেবে বাগমারা উচ্চ বিদ্যালয়ে সকল ইউনিয়নের নতুন ভোটাররা নিবন্ধন করতে পারবেন। ২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্ত করা হবে।
লালমাই উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহ শুরু হয়। উপজেলার ৯টি ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীসহ মোট ৮৬জন লোকবল নিয়োগ রেখে নিবন্ধনের জন্য এবার লালমাই উপজেলায় ভোটারযোগ্য প্রায় ১২ হাজার ৯০২জন নাগরিকের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন অফিস। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হলেও কেউ বাদ পড়লে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট এলাকার ছবি তোলার রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আক্তার হোসেন বলেন, গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত লালমাই উপজেলায় ১৫জন সুপারভাইজার এবং ৭১জন তথ্য সংগ্রহকারী ১২৯০২জন নতুন ভোটার তথ্য সংগ্রহ করেছে। আজ বুধবার থেকে ছবি তোলার কার্যক্রম চলছে। প্রথম দিনে বেলঘর উত্তর ও দক্ষিণ ইউনিয়নে টেকনিক্যাল সাপোর্ট, ডাটা এন্ট্রি অপারেটরসহ মোট ২০জন কাজ করছে। তাছাড়া নির্বাচন কমিশনের নির্দেশে জরুরি প্রয়োজনে কিংবা প্রবাসী কেউ থাকলে পাসপোর্টসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে অফিস চলাকালীন যেকোনো সময়ে উপজেলায় এসে সরাসরি ভোটার নিবন্ধন করাতে পারবে।