‘ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে যাত্রা বিরতিকালে যেখানে প্রস্রাবে ধরে এর নাম হচ্ছে কুমিল্লা’। নিজ জেলা নিয়ে এমন মন্তব্য করে এবার ভাইরাল হয়েছেন মোবাশ্বের আলম ভূঁইয়া নামের একজন বিএনপি নেতা। তিনি কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোবাশ্বের কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বলে দলীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার ভাইরাল হওয়া ওই ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাদের নিয়েও নানা বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেছে।
ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে যাত্রা বিরতিকালে যেখানে প্রস্রাবে ধরে এর নাম হচ্ছে কুমিল্লা। আমরা বহিরাগতরা দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা থেকে লোক সাপ্লাই দেই। আমাদের সঙ্গে ওনাদের প্রেম লোক সাল্পাই দেয়াই। ওনাদের স্বার্থে ওরা কারও ভাই না, আত্মীয় না। আমি এলাকায় ১৫৫ ওয়ার্ডে ইফতার অনুষ্ঠান আয়োজন করতে পারব। আপনারা পুরো মহানগরের ২৭ ওয়ার্ডে এমন ২৭টি অনুষ্ঠান করতে পারবেন না। আপনাদের চেয়ে আমাদের পুঁজি খারাপ না।’
সদ্য বিএনপির চেয়ারপার্সনের মনোনীত হওয়া হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমালোচনা করে মোবাশ্বের বলেন, ‘এক মাঘে শীত যায় না। ইয়াছিন সাবের পরিণতি দেখেন। ২০১৭ সালে আমাকে বাদ দিয়ে পাকা সুপারি দিছে, কষ্ট হইছে, সহ্য করেছি। ওনার ২৫ সালে বড় কাঁঠাল হানদায় গেছে। কাঁঠাল সহ্য করতে পারেন নাই। উপদেষ্টা হয়েছেন। পমোশন হয়েছে। কিন্তু জেলা থেকে বাদ গেছেন অপমানিত হয়ে। একজন টাকা দিয়ে কমিটি কিনেছে, তা টেকেনি। আমরা এখনও আছি। ২/৪ টায় বেয়াদবি করেছে। যদি কোনোদিন আল্লাহ সুযোগ দেয়, দাঁত ভাঙা জবাব দেব। মনে আছে লোকমান, আমি যখন কান্দিরপাড় উঠেছি, চেয়ারে চেগাই বসে রইছে, দুই রান ধরে ছিড়ে ফালাইব। আমি বেয়াদব ধরার ও মুনাফেক ধরার ফাঁদ বসাইছি, এ ফাঁদে অনেক বেয়াদব, মোনাফেক অনেক বেইমান ধরা খাইবে। সেই দিনের অপেক্ষায় রইলাম।’
এ বিষয়ে আজ শনিবার দুপুরে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। কোনো সুস্থ্য ব্যক্তি দলীয় নেতাদের নিয়ে এমন অশালীন বক্তব্য দিতে পারেন না। এমন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। বিষয়টি এরই মধ্যে দলের হাইকমান্ড অবগত হয়েছেন। আমরা লিখিতভাবেও বিষয়টি কেন্দ্রে জানাব।’
দলীয় নেতাদের বিরুদ্ধে এমন অশালীন মন্তব্যের বিষয়ে মোবাশ্বের আলম ভূঁইয়া আজ বলেন, ‘আমি তো শুধু রাজনৈতিক স্মৃতিচারণ করেছি মাত্র। আবু ও টিপুর বিরোধ আমি মিলিয়ে দিয়েছিলাম। ওই সময়ের ছবিও আছে। হাজী ইয়াছিন ২০১৭ সালে কথা দিয়েছিলেন তিনি মহানগর বিএনপির সভাপতি হলে সাক্কু ভাই (সাবেক সিটি মেয়র) সাধারণ সম্পাদক হবেন। আর আমি দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হলে মোস্তাক কিংবা রাবেয়া আপা সভাপতি হবেন। কিন্তু হাজী ইয়াছিন কথা রাখেননি। তিনি (ইয়াছিন) নিজেই এখন দক্ষিণ জেলায় নেই।’ মোবাশ্বের বলেন, ‘যারা নির্বাচনের সময় ৫০০/১০০০ টাকার জন্য বসে থাকতেন তারাই এখন দলের পদে আছেন। মনির চৌধুরী (বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা) দলের জাতীয় নেতা, ওনার অনুষ্ঠানে দেখছি জেলার আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন প্রধান অতিথি হয়। অবস্থা এমন যে ব্যাংকের ম্যানেজারের চেয়ে ক্যাশিয়ার বড়।’