নব গঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জিয়া উদ্দিন মুহাম্মদ রুবেল। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের অগ্রণায়ক ছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ২০২৪ এর কুমিল্লার আন্দোলন সংগ্রামকে যারা নেতৃত্ব দিয়ে সফল করেছেন জিয়া উদ্দিন মুহাম্মদ রুবেল ছিলেন তাদের প্রথম সারিতে।
তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সদস্য সচিব হিসেবে প্লাটফর্মের নেতৃত্ব দিয়ে আসছেন। নতুন ছাত্র সংগঠনটির আহবায়ক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হিসেবে আছেন জাহিদ হাসান।
এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গতকাল মঙ্গলবার রাতে এই প্রতিবেদককে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন মোহাম্মদ রুবেল বলেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার উপর আস্থা ও বিশ^াস রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি যেন সততা ও দক্ষতার সাথে সেই দায়িত্ব পালন করতে পারি,আপনারা আমার জন্য সেই দোয়া করবেন।