বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, ২৫ মার্চ কালো রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী এদেশের ঘুমন্ত নিরীহ জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল, ঢাকা-কুমিল্লাসহ দেশের বড় বড় শহরগুলোতে হত্যাযজ্ঞ চালিয়েছিল তখন মানুষ বুঝতে পারছিল না তারা কি করবে। ২৬ মার্চ অসহায় মানুষ গুলো শহর ছেড়ে মিছিলের মতো গ্রামে ছুটছিল। সেদিন কোন আওয়ামীলীগ নেতাদেরকে কেউ খুঁজে পায়নি। সবাই নিরাপদ আশ্রয়ে চলে যায়।
তাই ২৭ মার্চ দেশের মানুষকের কাছে দেবদূত হিসেবে হাজির হন তৎকালীন মেজর পরবর্তীতে বাংলাদেশের রাস্ট্রপতি শহিদ জিয়াউর রহমান। সেদিন শহিদ জিয়া চট্রগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতা যুদ্ধের ডাক দেন। মূলত সেদিন শহিদ জিয়ার ঘোষণা শুনেই দেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ফলশ্রুতিতে ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়।
আজ বুধবার বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,যুগ্ম আহবায়ক আমীরুজ্জামান আমীর, মহানগর বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন,আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেজাউল কাইয়ুম, জেলা শ্রমিক দল আহবায়ক তাজুল ইসলাম প্রমুখ।