সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার জেরি হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া চার আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুরে সিলেটের চতুর্থ বিচারিক হাকিম কাজী মো. আবু জাহের বাদল রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জমশেদ আলম।
আসামিরা হলেন, শিশু মুনতাহার প্রতিবেশি কানাইঘাট উপজেলা সদর ইউনিয়নের বীরদল ভারারিফৌদ গ্রামের শামীমা বেগম মার্জিয়া (২৫), তার মা আলিফজান বেগম (৫৫), একই গ্রামের ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।
গত ৩ নভেম্বর নিখোঁজ হওয়ার সাতদিন পর শিশু মুনতাহা আক্তার জেরিনের (৬) গলায় রশি পেঁচিয়ে খালে পুঁতে রাখা অবস্থায় অর্ধগলিত লাশ রোববার বাড়ির পাশের খাল থেকে উদ্ধার করে পুলিশ।
মুনতাহা সিলেটের কানাইঘাটের বীরদল ভারারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।
মেয়ে নিখোঁজের ঘটনায় প্রথমে থানায় জিডি করেন শামীম।
পরে গত শনিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন।
লাশ উদ্ধারের পর এটি হত্যা মামলায় রূপান্তরিত করার জন্য মামলার তদন্ত কর্মকর্তা আবেদন করলে বিচারক মামলাটি সেভাবেই আমলে নিয়েছেন বলে আদালত পুলিশের পরিদর্শক জমশেদ আলম জানান।
ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়।
আদালত পুলিশের পরিদর্শক জমশেদ আলম বলেন, “আদালতে আনার পর গ্রেপ্তার চারজনের কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। পরে তাদের রিমান্ডের আবেদন করা হয়। আদালত আসামিদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড ম্ঞ্জুর করেছে। পর তাদের থানায় নেওয়া হয়েছে।’’
বাদীপক্ষের আইনজীবী আব্দুল খালেক বলেন, “আলোচিত মুনতাহা হত্যাকাণ্ডটি দেশের পাশাপাশি বহির্বিশ্বেও আলোচিত হয়েছে। শিশু বাচ্চাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যা করে লাশ ডোবায় লুকিয়ে রাখা হয়েছিল।
“আমরা ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য গ্রেপ্তারদের রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেছি। আদালত আমাদের পক্ষে শুনানিতে আদেশ দিয়েছেন।”