বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনের আগে নতুন জোট হওয়ার সম্ভাবনা আপাতত নেই। আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে যারা যুগপৎ আন্দোলন করেছে সেই দলগুলোর সঙ্গে একটা সমঝোতা হতেই পারে। তা ছাড়া ডান ও বামপন্থি অন্য দলগুলোর সঙ্গে নির্বাচনকেন্দ্রিক জোট হতেই পারে। এটা সময়মতোই পরিষ্কার হবে। বিএনপির নীতিনির্ধারণী মহলের সদস্যদের মতে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। দলটি এই দাবির পক্ষে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী সমমনা রাজনৈতিক দলগুলোর সমর্থন পাচ্ছে। এখন ডান ও বামপন্থি আরও গুরুত্বপূর্ণ দলের সমর্থন নিয়ে বিএনপি বড় প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা চালাচ্ছে। ৬ এপ্রিল বিএনপির সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের নেতারা। ওই বৈঠকে বিএনপি ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের যে দাবি তুলেছে, তাতে হেফাজত একমত পোষণ করেছে। এ বিষয়ে বিএনপির সঙ্গে আন্দোলনের শরিকদের বাইরে অন্য দলগুলোর আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক চলছে। এসব বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জোরালো উঠছে এবং এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গঠনের বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এই দাবি আদায়ের লক্ষ্যে দ্রুত আরও কর্মসূচি পালন করা হবে। বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা বলেন, বিএনপির উচ্চপর্যায়ের অনেকে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার বিষয়ে মত দিয়েছেন।
এ বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন এবং এই লক্ষ্যে দ্রুত রোডম্যাপ দেওয়ার দাবিসহ কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁদের সাক্ষাৎ ও বৈঠক করার কথা রয়েছে। এ বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও দ্রুত রোডম্যাপের বিষয়ে সরকারের অবস্থান তাঁরা আনুষ্ঠানিকভাবে জানতে চাইবেন। প্রত্যাশিত ঘোষণা না এলে অন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মপরিকল্পনা নেওয়া হবে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দলের মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নির্বাচনের আগে জোট গঠন হবে, না আসন সমঝোতা হবে- তা সময়ই বলে দেবে। তবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের আন্দোলনে যাঁরা যুগপৎভাবে অংশ নিয়েছেন, জনগণের রায় পেলে নির্বাচনের পর তাঁদের সবাইকে নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের ঘোষণা দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সরকার এসে রাষ্ট্র মেরামতের কাজ করবে। সেভাবেই কার্যক্রম চলছে।’