স্বৈরাচার আ.লীগকে যদি পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে কুমিল্লাবাসী দুর্গ করে তুলবে – হাসনাত আবদুল্লাহ

জাহিদ হাসান নাইম।।
প্রকাশ: ৫ মাস আগে

আওয়ামী ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ’র নেতৃত্বে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টাউনহলে এই মশাল মিছিল করা হয়।

পরে, মশাল মিছিলটি কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো টাউনহলে ফিরে আসে। এই সময় মশাল মিছিলে শিক্ষার্থীরা ‘দিল্লী না ঢাকা, ঢাকা, ঢাকা; আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নি যুদ্ধ, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে ভাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’ স্লোগান তুলে।

এর আগে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বক্তব্যে বলেন, স্বৈরাচারের রূপকার খুনী হাসিনার জন্য কুমিল্লা একটি দুঃস্বপ্ন। ছাত্রলীগ, যুবলীগ সহ যারা ফ্যাসিবাদের কাঠামো তৈরি করেছিল তাদের জন্য কুমিল্লা সব সময় একটি আতঙ্কের নাম। কুমিল্লাবাসী এতদিন ধরে এক ত্রাসের রাজত্বের মধ্যে বসবাস করেছিল।

হাসপাতাল থেকে শুরু করে ফুটপাত সব জায়গাতেই চাঁদা দিয়ে চলতে হয়েছে সবাইকে। আমরা কুমিল্লাবাসী এই ফ্যাসিবাদ ব্যবস্থাকে বিলুপ্ত করেছি। খুনি শেখ হাসিনাকে আমরা ভারতের পাঠিয়েছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরায় ফ্যাসিবাদের একটি দল একত্রিত হওয়ার চেষ্টা করছে। ছাত্রলীগ

যুবলীগদের যদি আবারও পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে কুমিল্লাবাসী একেক জন দুর্গ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

পরে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু রায়হান, সাকিব হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।