কুমিল্লার হোমনা উপজেলায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে হোমনা উপজেলা ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক শাহাপরান ও ছাত্রদলকর্মী বাবু আহত হয়েছেন। আহত দুইজনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসা নিতে পাঠানো হয়েছে
শনিবার (১৫ মার্চ) দুপুরে হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ইউনিয়ন পরিষদে নতুন ভোটারদের ছবি তোলা হচ্ছিল। শাহাপড়ান ও বাবু সেখানে অবস্থান করছিলেন। এ সময় নিজগ্রাম এলাকার মনিরুল হকের (মৃত) ছেলে বিজয়ের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা দেশীয় অস্ত্র-রামদা নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে তারা দুইটি মোটরসাইকেল নিয়ে চলে যায়।
আহত ছাত্রদল নেতা শাহপরাণের চাচাতো ভাই রায়হান উদ্দিন বলেন, আমার চাচাতো ভাই শাহপরান এর উপর সন্ত্রাসী বিজয় ও তার দলবল হামলা চালায়। তারা পূর্ব পরিকল্পিতভাবে এটা করেছে। আমি এই হামলার তীব্র নিন্দা জানাই। আমার ভাইয়ের উপর হামলাকারীদের বিচার চাই আমি।
চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ভোটারদের ছবি তোলার সময় ইউনিয়ন পরিষদের সামনে শাহপরান ও বাবুর উপরে হামলা হয়। আমি ঘটনাস্থলে গিয়েছি। তিনটি মোটরসাইকেল ছিনতাই হয়েছিলো পরে আমি একটি উদ্ধার করতে পেরেছি।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এটা করেছে। তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”