১৬ বছর পর বিএনপি নেতাকর্মীদের এবার ‘আনন্দের ঈদ’

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ দিন আগে

বাবা মারা যান ২৫ রমজান। ২০১৩ সালে তাঁর দাফনের জন্য শেষবার বাড়ি গিয়েছিলাম। এর পর এক যুগ আওয়ামী লীগের কারণে যেতে পারিনি। ফ্যাসিবাদ বিদায়ে অবসান হয়েছে ফেরারি জীবনের। প্রথমবার আতঙ্কমুক্ত পরিবেশে পরিবার-পরিজন ও নেতাকর্মীর সঙ্গে এলাকায় ঈদ করব। অন্যরকম ভালো লাগা ও মনে প্রশান্তি কাজ করছে।

কথাগুলো বলছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। বরিশালের মেহেন্দীগঞ্জে ছেলের সঙ্গে দীর্ঘদিন পর ঈদ নিয়ে উচ্ছ্বসিত তাঁর মা ফরিদা বেগমও। সমকালকে ফরিদা বলেন, ‘দুই মেয়ে ও এক ছেলে নিয়ে ২০১৩ সাল থেকে অনিশ্চিত জীবন পার করেছি। স্বামীর বিদায়ে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। বিএনপি করার কারণে একমাত্র ছেলে জেল-জুলুমে বড় সময় পার করেছে। বিয়ে পর্যন্ত করতে পারেনি। এ রকম ফেরারি জীবন যেন কারও না আসে।’

জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমকালকে বলেন, ‘শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। বিএনপি নেতাকর্মীর কোনো অধিকারই ছিল না। তারা বছরের পর বছর ফেরারি ছিলেন। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শুধু দলের নেতাকর্মী নয়, সারাদেশে সবার জন্য স্বস্তি এনে দিয়েছে।’

বাবার আদর-ভালোবাসা ছাড়াই বেড়ে উঠেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর দুই মেয়ে ও এক ছেলে। কারণ, চার শতাধিক মামলা মাথায় নিয়ে বিগত সাড়ে ১৫ বছরের বেশির ভাগ সময় তাঁকে কারাগার কিংবা ফেরারি জীবনে থাকতে হয়েছে। এখন আর সেই আতঙ্ক নেই। দিনের নির্দিষ্ট একটি সময় পরিবারকে দিচ্ছেন; বাকিটা দলকে। নিয়মিত নির্বাচনী এলাকায় যাচ্ছেন। টুকু জানান, রাজনীতিবিদ হিসেবে সব সময় নেতাকর্মী ও জনগণের চাওয়া-পাওয়াকে তাদের প্রাধান্য দিতে হয়। স্বৈরাচারের সময় চাইলেও পরিবার ও মানুষকে সময় দেওয়া যায়নি। এবার সুযোগ এসেছে, সে ঘাটতি পুষিয়ে নিতে দিনরাত কাজ করছেন।

দীর্ঘ কারাজীবনের ফাঁড়া কাটিয়ে এবার মুক্ত পরিবেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীর সঙ্গে ঈদ করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। দীর্ঘ ১৭ বছর পর তিনি কারামুক্ত হয়েছেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরী, হাবিবুল ইসলাম হাবিব, মনির হোসেনও মুক্ত জীবনে ফিরেছেন। তারেক রহমানের ব্যক্তিগত সহকারী মিয়া নুরুদ্দিন অপুও দীর্ঘ ছয় বছর পর ঈদ করবেন প্রিয়জনের সঙ্গে। তবে এবারও কারাগারে ঈদ করতে হচ্ছে কুষ্টিয়া জেলা বিএনপির উপদেষ্টা ও কুমারখালী পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবীরকে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মুক্ত বাতাসে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নানা পরিকল্পনা করেছেন তারা। আগামী নির্বাচনের মনোনয়নপ্রত্যাশীরা তৃণমূলকে আস্থায় নিতে এলাকায় অবস্থান করছেন। বিগত দিনে নির্যাতিত নেতাকর্মী ছাড়াও গুম-খুনের শিকার নেতাকর্মীর পরিবারের কাছে যাচ্ছেন। ঈদসামগ্রী পৌঁছে দিচ্ছেন। জনসংযোগ, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ঐক্য ও শান্তির বার্তা দিচ্ছেন।

বিএনপি নেতারা জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে ধরে নিয়েই তারা মাঠে নেমেছেন। বিএনপির সম্ভাব্য প্রার্থী ছাড়াও জ্যেষ্ঠ নেতারা এখন ঘন ঘন নির্বাচনী আসনে যাচ্ছেন। সভা-সমাবেশ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। ফলে ঈদের সঙ্গে ঢেউ লেগেছে নির্বাচনের।

জানা যায়, এবার তরুণ, অভিজ্ঞ ও প্রবীণদের সমন্বয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা করবে বিএনপি। এ জন্য মাঠ পর্যায়ে কয়েকটি টিম কাজ করছে। ১৯৯১ থেকে ২০১৮ সাল পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়া জনপ্রিয় প্রার্থীদের মূল্যায়নের পাশাপাশি স্থানীয়ভাবে জনপ্রিয়, বিগত আন্দোলনে ছিলেন, দলের প্রতি আনুগত্য ও দুঃসময়ে নেতাকর্মীকে আগলে রেখেছেন– এমন নেতাদের প্রার্থী করতে চাচ্ছেন হাইকমান্ড।