নতুন নেতৃত্বে ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের পালাবাদল অনুষ্ঠিত হয়েছে। কলেজের ৪০তম
রোভার ডেন এ দায়িত্ব গ্রহণ করেন রোভার মেট তুহিন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন রোভার স্কাউট গ্রুপের সহকারি রোভার স্কাউট লিডার জনাব মু. খালেদ সাইফুল্লাহ। গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। ৩৯তম সিনিয়র রোভার মেট সৈকত চন্দ্র ভৌমিক প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ হওয়ায় দায়িত্ব থেকে অব্যবহিত নেন। রোভার মেট ওমর ফারুক ও রোভার মেট মো: রবিউল হাসান ব্যাক্তিগত কারণে দায়িত্ব হতে অব্যহতি নেন। উপস্থিত সকল রোভার মেট, সহকারি রোভার মেট, রোভার ও রোভার সহচরবৃন্দ বিদায়ীদের নিয়ে স্মৃতি চারণ করেন।

রোভার স্কাউট লিডার মু.খালেদ সাইফুল্লাহ সকলকে তাদের দায়িত্ব পালনে সচেষ্ট হওয়ার জন্য ও রোভার স্কাউট এর আদর্শ নিজের বাস্তব জীবনে প্রতিফলনের মধ্য দিয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য আহবান জানান।