অস্ত্র মামলার আসামি হানিফ ৯৬ কেজি গাঁজা সহ আটক

সোহাইবুল ইসলাম সোহাগ
প্রকাশ: ১২ মাস আগে

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আহাম্মেদ সনজুর মোর্শেদ।
বুধবার (১০মে) পাঁচথুবীর ছাওয়ালপুর এলাকায় এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান,এসআই কিবরিয়া, সঙ্গীয় এএসআই শিমুল পারভেজ, এএসআই আরমান  হোসাইনসহ একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬ কেজি গাঁজাসহ আটক করে।
আটককৃত আসামি আদর্শ সদর উপজেলার পাঁচথুবী এলাকার ছাওয়ালপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে হানিফ (৩৮)।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আহাম্মেদ সনজুর মোর্শেদ জানান, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল, গাঁজা ও অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়সহ মাদক সরবরাহ করে আসছিল।আসামির বিরুদ্ধে কোতওয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।এর পূর্বে ও এই আসামির বিরুদ্ধে মাদক,অস্ত্রসহ ১০ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।