সালিস থেকে ফেরার পথে হামলায় ইউপি চেয়ারম্যান আহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

নোয়াখালী প্রতিনিধি  : সালিস বৈঠক থেকে ফেরার পথে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

সন্ত্রাসীদের হামলায় চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত পান। তার গাড়িচালকও গুরুতর আহত হন। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৪ জনকে আটক করে। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল মঙ্গলবার রাতে উপজেলার নবীপুর ইউপির গোপালপুর ২নং ওয়ার্ডের জসিম উদ্দিনের বাড়িতে একটি সালিস বৈঠক শেষে রাত সাড়ে ৮টার দিকে প্রাইভেটকারযোগে নিজ বাসায় ফিরছিলেন। পথে কালারটেক নামক স্থানে পৌঁছলে অজ্ঞাত একদল সন্ত্রাসী গাড়িটির গতিরোধ করে ভাঙচুর শুরু করে।

এসময় গাড়িতে থাকা চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন এবং তার গাড়িচালক গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে আটক করে।