চাঁদপুরে ইলিশের সরবরাহ কম, অনলাইন বন্ধ থাকায় বিপাকে ব্যবসায়ীরা

চাঁদপুর প্রতিনিধি।।
প্রকাশ: ৯ মাস আগে

চাঁদপুরে চলমান পরিস্থিতিতে ইলিশের সরবরাহ কম। পরিবহন সংকটে কমেছে কেনাবেচাও। অন্যদিকে কারফিউ ও ইন্টারনেট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ইলিশ ব্যবসায়ীরা।
জুলাই-আগস্ট-সেপ্টেম্বর মাসে ইলিশের ভরা মৌসুম। তবুও দেখা নেই চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ইলিশের। সাগরের ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা ওঠে যাওয়ায় চাঁদপুর মাছঘাটে ট্রলারে আসা ইলিশে চাহিদা মেটানো হচ্ছে। তবে কোটা আন্দোলন ও কারফিউতে কমেছে ইলিশের সরবরাহ, কমেছে ক্রেতা।
গতকাল শনিবার (২৭ জুলাই) মাছঘাটে সরেজমিন দেখা যায়, চাহিদার তুলনায় সরবরাহ কম। তাই বাজারে যোগান দিতে হিমশিম খাচ্ছেন বেপারীরা। ফলে ক্রেতা সামাল দিতে ব্যস্ত ব্যবসায়ীরা। তবে সরবরাহ কম থাকার প্রভাব পড়েছে ইলিশের দামে।
ব্যবসায়ীরা গতকাল শনিবারের ইলিশের দাম নির্ধারণ করেছেন, ৮’শ থেকে ৯’শ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১৩’শ থেকে ১৪’শ টাকা। এছাড়া এক কেজি ওজন ও এর চাইতে বেশি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৪’শ থেকে ১৭’শ টাকা।
হাজীগঞ্জ থেকে ইলিশ ক্রয় করতে আসা হেলাল উদ্দিন বলেন, ইলিশ ঘাটেই ইলিশের দাম বেশি। তার ওপর কোনটা চাঁদপুরের আর কোনটা হাতিয়া, সন্দ্বীপের সেটা বোঝা মুশকিল।
অনলাইনে ইলিশ বিক্রেতা খাঁন এন্টারপ্রাইজের গিয়াস উদ্দিন বিপ্লব বলেন, ভরা মৌসুমে ইলিশ কম। তবে অফ লাইনে ব্যাপক চাহিদা রয়েছে। বাজারে মাছের দাম এখনও হাতের নাগালে আসেনি। ইন্টারনেটের কারণে অনলাইন উদ্যোক্তদের ইলিশ বিক্রি বন্ধ রয়েছে।
সাগর থেকে চাঁদপুরে ইলিশ নিয়ে আসা ব্যবসায়ীরা জানান, সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ। তবুও মিলছে না কাঙ্খিত ইলিশ। ইন্টারনেট বন্ধ থাকায় বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে অনলাইন ব্যবসায়ীদের।
ভরা মৌসুমে ইলিশের দাম নাগালের বাইরে বলছেন ক্রেতারা। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সপ্তাহে ইলিশের সরবরাহ বাড়বে ও দাম কমবে বলে দাবি চাঁদপুর মৎস্য বণিক সমিতির।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শবেবরাত জানান, এখনও পরিবেশ ঠিক হয়নি। চাঁদপুরের বাইরে দেশের অন্য কোথাও ইলিশের বাজার ধরা কঠিন হয়ে পড়েছে। আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন মাছ ব্যবসায়ীরা।