৭১ টিভির সাংবাদিক কাজী এনামুল হক ফারুক সভাপতি, দৈনিক মানব জমিনের সাংবাদিক জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল কুমিল্লা প্রেস ক্লাবের ২০২৪-২০২৬ বর্ষের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৭টি পদের মধ্যে দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন এবং বাকি ১৫টি পদে গতকাল প্রত্যক্ষ ভোটে ১৫জন নির্বাচিত হয়েছেন।
সভাপতি কাজী এনামুল হক ফারুক ভোট পেয়েছেন ৩১ টি , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি লুৎফর রহমান পেয়েছেন ১৯ ভোট। সাধারণ সম্পাদক জাহিদ হাসান পেয়েছেন ৩১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদিক হোসেন মামুন পেয়েছেন ২১ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম দুলাল, মাহবুব আলম বাবু। সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাহার রায়হান । সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ আহমেদ জিতু। দপ্তর সম্পাদক সেলিম মুন্সী, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নেকবর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন কে রিপন, অর্থ সম্পাদক তাওহীদ হোসেন মিঠু । এছাড়াও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, মামশাদ কবির, দিলীপ মজুমদার ,কামাল উদ্দিন ও জসীম উদ্দিন কনক ।
গতকাল রোববার দুপুর ১২ থেকে বিরতিহীন ভাবে ৩ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৭ জন ভোটার ভোট প্রদান করে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অধ্যাপক হাসান ইমাম মজুমদার ফটিক আর নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক আবুল হাসানাত বাবুল ও এডভোকেট মাহবুবুর রহমান ।
অভিনন্দন :
কুমিল্লা প্রেস ক্লাবের ২০২৪-২০২৬ বর্ষের নব নির্বাচিত সভাপতি এনামুল হক ফারুক,সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ কমিটির সকল সদস্যগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি ইয়াসমীন রীমা ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানসহ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।