প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে দেশব্যাপী বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির অংশ হিসেবে মুরাদনগরেও পালন করা হয়েছে অবস্থান কর্মসূচি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাছানের সঞ্চালনায়
বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী ইদ্রিস, মুরাদনগর উপজেলা যুবদল নেতা জাকির হোসেন ওরফে টাইগার জাকির , আনোয়ার হোসেন, মোঃ শাহজাহান, যুবদল নেতা নেছার উদ্দিন, হেলাল উদ্দিনসহ বিএনপির অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ” স্বৈরাচার শাসক শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল ছাত্র-জনতা হত্যার নির্দেশক। এজন্য তাকে দেশে এনে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে”। এসময় তারা বিএনপির নামে সকল প্রকার চাঁদাবাজি ও লুটতারজ বন্ধ করতে বলেন। যদি কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাহলে তাকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক শাস্তি পেতে হবে বলে জানান।