রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

নাঙ্গলকোট প্রতিনিধি- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৫ নং রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন ও চাহিদা নিরুপন জন অংশ গ্রহনে উন্মুক্ত বাজেট সভা বুধবার সকালে ঝাটিয়া পাড়া বাজার অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আবু হানিফ। ইউপি সচিব মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সদস্য রিনা আক্তার,কামরননাহার,রুনা বেগম,ইউপি সদস্য আব্দুর রশিদ,জিয়াউল হক,হায়াতুননবী,শাহজালাল, জয়নাল আবেদীন, খুরশীদ আলম,মাহবুল হক,কামাল হোসেন প্রমূখ।
এর আগে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জনশুমারী ও গৃহগননা ২০২২ পরিচালনার নিমিত্তে ইউনিয়ন স্হায়ী শুমারী,জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা উপ- সহকারী কৃষি কর্মকর্তা ও জন শুমারীর জোন্যাল অফিসার প্রান্ত শাহা শুমারীর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।