ছাত্র জনতার উপর হামলাকারী ছাত্রলীগ নেতা শিপন আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমানকে (শিপন) গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার দুপুরে তাঁকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বুড়িচং বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। তিনি জানান, হাবিবুর রহমানের গ্রামের বাড়ি বুড়িচং উপজেলায় হরিপুর গ্রামে।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে হাবিবুর বুড়িচং উপজেলার নাজিরা বাজারসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের পক্ষে অবস্থান নেন। ফেনীতেও তিনি ওই আন্দোলনের বিরুদ্ধে কাজ করেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জড়িত ছিলেন। তিনি আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছেন বলে তদন্তে নাম এসেছে। এ জন্য তাঁকে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।