কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বিপ্লব চন্দ্র দাস আটক

স্টাফ রিপোর্টার।।
প্রকাশ: ৩ মাস আগে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলাকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক৷ বিপ্লব চন্দ্র দাস কে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গন্ধমতী এলাকার সাধারণ জনতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বিপ্লব চন্দ্র দাস কে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে নেয় ।

স্থানীয়রা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ছাত্র জনতার উপর হামলা করে। জুলাই আগস্ট বিপ্লবের সময় বিপ্লব চন্দ্র দাস সাধারণ ছাত্রদের ওপর অত্যাচার নির্যাতন করেছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মুহাম্মদ সাকিব হোসাইন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের খালেদ সাইফুল্লাহ হত্যাকান্ডের অন্যতম আসামী এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের প্রতিহত করা সন্ত্রাসী বিপ্লব চন্দ্র দাসকে ছাত্র-জনতার সহযোগিতায় গন্ধমতি থেকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ বলেন, শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দিয়েছে। এসআই লিটন তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে আটক করে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওনের করা মামলায় তাকে আটক করা হয়েছে।