বছরের শুরুতেই ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে জড়ালো দুপক্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
প্রকাশ: ২ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের ইমাম বাড়ি এলাকায় জায়গা নিয়ে পূর্ব বিরোধের জেরে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে আঙ্গুর মিয়া (৪২), কাপ্তান মিয়া (২৫), পারুল আক্তার (৩০), জুলহাস (২৫), জাহাঙ্গীর মিয়া (২৫), দুলাল মিয়া (২৫) ও সজিব মিয়া (২৫) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আট শতাংশ জায়গা নিয়ে ইমাম বাড়ি এলাকার খোরশিদ মিয়ার ছেলে শরীফের সঙ্গে মতর মিয়ার ছেলে হোসেন মিয়ার দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে বাদানুবাদের জের ধরে উভয়পক্ষের লোকজন জমিতে নেমে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে তারা দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। জায়গাটি নিয়ে এর আগেও সমস্যা হওয়ায় মামলা চলছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরেই দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।