কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান পিয়াল আজ বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। তার নামাজে জানাযা একই দিন বাদ মাগরিব নগরীর পুলিশ লাইন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
জানা যায়, যুবদল নেতা পিয়াল কুমিল্লা রেইসকোর্স এলাকার কুমিল্লা জিলা স্কুলের সাবেক শিক্ষক মোঃ আব্দুস সাত্তারের বড় সন্তান ছিলেন । পিয়াল কুমিল্লা আইন কলেজের সাবেক জিএস ছিলেন। তিনি রাজনীতি ছাড়াও নগরীর রেইসকোর্স এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
কুমিল্লা জিলা স্কুল ১৯৮৯ ব্যাচের পক্ষ থেকে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর আশরাফুজ্জামান পিয়ালের মৃত্যুতে শোক প্রকাশ করেন ।
পিয়ালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ নুরুল ইসলাম নয়ন, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।