এ ছাড়া আজ ভোররাতে রংপুর মহানগরীর কলেজ রোড লালবাগ এলাকা থেকে জেলা যুবলীগের সহ-সভাপতি শফিকুজ্জামান শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারপিট, ভয়ভীতি দেখানোসহ হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।
আজ বিকালে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম।
পুলিশ বলছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো- রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোত্তালেব হোসেন এবং পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া।
গংগাচড়া মডেল থানা পুলিশ জানায়, রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তালেব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোত্তালেব হোসেন উপজেলার উত্তর খলেয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধি ধারায় অভিযোগ রয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার রাতে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আসামিদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম আরও বলেন, ‘ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।’