কুমিল্লার বুড়িচংয়ে বিশেষ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এসময়, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত-এর উপস্থিতিতে বিজিবি ও র্যাব সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি ট্রাক জব্দ করে, যার ভেতর ১৪ লাখ ১৫ হাজার ৪০০ পিস ভারতীয় অবৈধ আতশবাজি পাওয়া যায়। আটককৃত মালামালের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৮ লাখ ৮ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। জব্দকৃত আতশবাজি ও ট্রাক বিধি মোতাবেক কাস্টমস বিভাগে হস্তান্তর করা হবে।