কুমিল্লা নগরীর ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

হৃদয় হাসান।।
প্রকাশ: ২২ ঘন্টা আগে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকালে শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় কুমিল্লা নগরীর ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

এসময়, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল কাইউম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাদুল বারী আবু, কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসীম উদ্দীন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সফিউল আলম রায়হান, কুমিল্লা মহানগর বিএনপির তরুন নেতা নিজাম উদ্দিন কায়সার সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আলোচনা সভার পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে, প্রায় ২ হাজার মানুষকে ইফতার করানো হয়। এসময় ইফতারে শ্রমিক থেকে শুরু করে মেহনতী মানুষেরা যোগ দেয়।