মাতাল অবস্থায় থানায় গিয়ে আসামিকে ছাড়াতে যান যুবদলের দুই নেতা : অতপর গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় যুবদলের দুই নেতা মাতাল অবস্থায় থানায় গিয়ে এক আসামিকে ছাড়াতে যান। এ সময় তারা পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজ করেন। পরে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। শনিবার রাতে সিংগাইর থানায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম ওরফে জীবন (৪৫) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৬)।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, মদ্যপ অবস্থায় ওই দুই ব্যক্তি থানায় আসেন। পরে তারা এজাহারভুক্ত এক আসামিকে ছাড়তে বলেন। এ সময় পুলিশ সদস্যদের গালিগালাজ করেন। এ ঘটনায় শনিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।