বাংলাদেশের কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়াতে ভারতের ভিসা অফিস খোলার অনুরোধ জানিয়ে শুক্রবার ত্রিপুরা বিধানসভায় একটি প্রস্তাব গৃহীত হয়েছে। বিজেপি বিধায়ক বিনয় ভূষণ দাসের আনা একটি ব্যক্তিগত বিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রককে এ ব্যাপারে উদ্যোগ নেবার অনুরোধ জানানো হয়েছে। বলা হয়েছে, প্রতিবেশি দেশ থেকে আরও বেশি বেশি করে পর্যটক আসার সুবিধার্থে কুমিল্লা কিংবা ব্রাহ্মণবাড়িয়াতে ভারতীয় ভিসা অফিস খোলা প্রয়োজন। ত্রিপুরার বিরোধী দলনেতা ও সাবেক পর্যটন মন্ত্রী সিপিআইএমের রতন ভৌমিকও এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। বর্তমানে ওই অঞ্চলের মানুষকে ভারতের ভিসার জন্য দূরবর্তী চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে যোগাযোগ করতে হয়। ত্রিপুরা বিধানসভায় গৃহীত বিলে বলা হয়েছে, ত্রিপুরাকে পর্যটক আকর্ষণের কেন্দ্রে পরিণত করতে ভারতের ভিসা নীতির আরও সরলীকরণ এবং সীমান্তবর্তী জেলা কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়াতে ভিসা অফিস খোলার প্রয়োজন রয়েছে। উল্লেখ্য, ত্রিপুরার সোনামুড়া থেকে কুমিল্লার দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। আর আগরতলা-আখাউড়া চেকপোস্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব মাত্র ৭ কিলোমিটার।
ত্রিপুরার সাবেক পর্যটনমন্ত্রী রতন ভৌমিক বলেছেন, বাংলাদেশ থেকেই ত্রিপুরায় সবচেয়ে বেশি পর্যটক আসেন। তাই তিনি নিকটবর্তী এলাকায় ভিসা অফিস খোলার পাশাপাশি ডাবল এন্ট্রি ভিসা চালু করার দাবি জানিয়েছেন। বর্তমান নিয়ম অনুযায়ী যে চেকপোস্ট দিয়ে পর্যটক আসবেন তাকে সেই চেকপোস্ট দিয়েই ফেরত যেতে হয়। এর ফলে অনেক পর্যটকই অসুবিধার মুখোমুখি হন। বিলটি নিয়ে বলতে উঠে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছেন, রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি এবং কর্মসংস্থানের প্রয়োজনে তার সরকার পর্যটন শিল্পকে উন্নত করার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাই এই প্রস্তাটিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হবে।