কুমিল্লায় মাদকদ্রব্যর অপব্যবহার- অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

পারিবারিক-সামাজিক বন্ধন দৃঢ় করুন, সন্তানদের সাথে আত্মিক সর্ম্পক তৈরী করুন, তাহলেই মাদক বন্ধ হবে। রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকদ্রব্যর অপব্যবহার- অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এসব কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান আরো বলেন, কিশোর-কিশোরী এবং তরুণ তরুনীরা হতাশায় পড়ে মাদক গ্রহণ করে। এটা সম্পূর্ণ ভুল। বর্তমান প্রতিযোগীতাময় বিশ্বে হতাশ হওয়ার কোন সুযোগ নেই। কারণ নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য বহু সুযোগ রয়েছে। প্রয়োজন স্বদিচ্ছতার।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিউলী রহমান তিন্নির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সোহান সরকার, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম, উপস্থিত ছিলেন ডেপুটি জেলার সৈয়দ মোঃ জাবেদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা অনুষ্ঠানের পরে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী ১৮ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।