১৬ ওভারের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

প্রবল বর্ষণের কারণে ডমিনিকায় বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় খেলাটি শুরু হওয়া কথা থাকলেও আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে টস হতে দেরি হয়েছে। ১৬ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।

ম্যাচের ওভার কমে এসেছে বলে বদলে গেছে প্লেয়িং কন্ডিশনও। ৬ ওভারের পরিবর্তে পাওয়ারপ্লে হবে এখন ৫ ওভারের। প্রতি ইনিংসে একজন বোলার সর্বোচ্চ ৪ ওভার বোলিং করতে পারবেন, চারজন বোলার করতে পারবেন ৩ ওভার করে।

টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর সীমিত ওভারে ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের। এ সংস্করণে সাম্প্রতিক ফর্ম অবশ্য তাদের জন্য সুবিধার নয়, সর্বশেষ ৫ ম্যাচে তাদের জয় ১টি, সর্বশেষে ম্যাচের ৯টিতেই হেরেছে তারা। নতুন চেহারার ওয়েস্ট ইন্ডিজও সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে।

২০১৮ সালে সর্বশেষ সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ ২-১ ব্যবধানে। তবে ২টি ম্যাচই তারা জিতেছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এখনো জয়শূন্যই তারা।