সুশাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগকে কাজ করতে হবে-এলজিআরডি মন্ত্রী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিচার বিভাগকে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে। মানুষের আইনের শাসন রক্ষা করার জন্য সুশাসন নিশ্চিত করতে বিচারক ও আইনজীবীদের অবশ্যই সত্যতা সাথে কাজ করতে হবে। বাংলাদেশ নিম্মে আয়ের দেশ থেকে আজ মধ্য আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। একসময় বাংলাদেশ হতদরিদ্র ছিলো,ভিক্ষুকের দেশ বলা হতো এ দেশ কে। এ সরকারের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। তিনি রোববার(২৪ জুলাই) দুপুরে কুমিল্লা আইনজীবী সমিতির ১১ তলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন,রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপেসহ সারাবিশ্বে গ্যাসের সংকট চলছে। তাই সারা বিশ্বের মতো বাংলাদেশেও লোডশেডিং হচ্ছে। আপনারা আশা রাখুন আমরা শ্রীলঙ্কার মতো হবো না।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, লোডশেডিং নিয়ে বিএনপির বিভ্রান্তি ছড়াচ্ছে। আন্দোলনের নামে দেশের কোন ক্ষতি করলে তার দায়ভার বিএনপি কে নিতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

ভিত্তি প্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম. বাহাউদ্দীন বাহার,কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য অ্যাড.আবুল হাসেম খান,কুমিল্লা সিটি করপোরেশন মেয়র অরাফানুল হক রিফাত,কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ খন্দকার, বিচারক মো. রফিকুল ইসলাম,জাহিদুল ইসলাম,মরিয়ম-মুন মঞ্জুরী,কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি আহসান উল্লাহ খন্দকার প্রমুখ।