ডেস্ক নিউজ
কোভিড-১৯ মহামারির বিস্তার রোধে সারাদেশের জন্য পরীক্ষামূলকভাবে একটি স্মার্টফোন অ্যাপ চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এর নাম ‘করোনা ট্রেসার বিডি’। গত ৪ জুন উদ্বোধনের পর এখন পর্যন্ত ২ লাখ মানুষ এই অ্যাপ ইনস্টল করেছেন।
আইসিটি বিভাগের উদ্যোগে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ‘করোনা ট্রেসার বিডি’ বানিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেক স্টার্টআপ সহজ লিমিটেড। এক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে সহায়তা করেছে স্বাস্থ্য অধিদফতর, আইইডিসিআর, এটুআই, এসডিএমজিএ।
জানা গেছে, অ্যাপটি ব্লুটুথ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দু’জন ব্যবহারকারীর কাছাকাছি থাকার সময় এবং তাদের অবস্থান সুরক্ষিতভাবে সংরক্ষণ করে রাখবে। যখনই অন্য কোনও অ্যাপ ব্যবহারকারী একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে আসবে তখনই অ্যাপ দুটি নিজেদের মধ্যে ‘ডিজিটাল হ্যান্ডশেক’ করে প্রয়োজনীয় তথ্য সুরক্ষিতভাবে আদান-প্রদান করবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত ৪ জুন অনলাইন প্ল্যাটফর্মে ‘করোনা ট্রেসার বিডি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ। এই অভিযাত্রায় আইসিটি অবকাঠামো ব্যবহার করে সমস্যা ও সংকট মোকাবিলায় সরকার একের পর এক প্রযুক্তিভিত্তিক সমাধান নিয়ে আসছে। করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় এমনই একটি অ্যাপ করোনা ট্রেসার বিডি, যা জীবন ও জীবিকার সুরক্ষা বেষ্টনী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জীবাণুটির বিস্তার রোধে এটি অন্যতম কার্যকর সমাধান হতে পারে।’
দ্রুত সময়ের মধ্যে অ্যাপটি বানানো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন সহজ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা সম্পাদক মালিহা কাদির। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অ্যাপের ইন্টারফেস দেখে বোঝা যাবে না এর পেছনে কত রকমের কাজ হচ্ছে। আমাদের মাথায় রাখতে হয়েছে যে, ১৬ কোটি মানুষ এই অ্যাপে যুক্ত হবে। তাদের সবার তথ্য বিশ্লেষণ করে দ্রুত সময়ে সহায়তা প্রদানের বিষয়টিকে গুরুত্ব দিয়েছি আমরা।’
সহজ-এর প্রতিষ্ঠাতার দাবি এমন বড় ধরনের অ্যাপ বাংলাদেশে আগে কেউ তৈরি করেনি। তার কথায়, ‘লাখ লাখ মানুষ সংযুক্ত থাকবে, ব্লুটুথের মাধ্যমে সিগন্যাল এক্সচেঞ্জ করবে, সেক্ষেত্রে এটা বড় চ্যালেঞ্জ ছিল। বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে আমরা আমাদের সক্ষমতা দেখাতে পেরেছি। দুর্যোগের মুহুর্তে দেশের পাশে থাকতে নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ শ্রম দিয়েছি।’
মালিহা কাদির মনে করেন, করোনা ট্রেসার বিডি অ্যাপটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।
গুগল প্লেস্টোর থেকে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপটি ডাউনলোড করা যাবে অথবা সরাসরি স্মার্টফোন থেকে https://play.google.com/store/apps/details?id=com.shohoz.tracer লিংকে ক্লিক করে এই অ্যাপ ডাউনলোডের সুযোগ রয়েছে।
Discussion about this post