নোয়াখালী প্রতিনিধি : মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট লঘুচাপে সাগর উত্তাল ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাটসহ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে সারাদেশের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার সকাল থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে নৌযান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নৌযানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, লঘুচাপের প্রভাবে হাতিয়ার মেঘনা ও পার্শ্ববর্তী বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, চলছে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত। ভোর থেকে উপজেলায় বৃষ্টি ও প্রচণ্ড বেগে বাতাস বইছে। একদিকে বৃষ্টি অন্যদিকে ধমকা হাওয়ার কারণে নদী পারাপারে ঝুঁকি থাকায় সকাল থেকে সাময়িকভাবে নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে।
ইউএনও সেলিম হোসেন জানান, লঘুচাপের কারণে উপকূলে বর্তমানে ৩ নম্বর সর্তকতা সংকেত চলছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।