মনির আহমেদ,লাকসাম ।।

চলমান করোনা মহামারীকালীন সময়ে করোনায় সংক্রমিত, উপসর্গ, স্বাভাবিক অসুস্থতা বা বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরনকারী বিএনপি নেতাদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক নুরুন্নবী চৌধুরীর নেতৃত্বে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
সদ্য প্রয়াত লাকসাম উপজেলা বিএনপি ও ঢাকাস্থ বারডেম হাসপাতালের সিবিএ নেতা, উত্তরদা ইউনিয়নের পোলইয়া গ্রাম নিবাসী ফয়েজ আহমেদ বাবুল, উপজেলা বিএনপি নেতা কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রাম নিবাসী ভিপি আবুল কাশেম, লাকসাম পৌরসভাধীন ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজীমুড়া গ্রাম নিবাসী সিরাজুল ইসলাম, লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সহ-সভাপতি, সাতবাড়ীয়া গ্রাম নিবাসী জহিরুল ইসলাম বাহার, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি নেতা, গোবিন্দপুর গ্রাম নিবাসী আবদুল মান্নান (মনা মেম্বার), লাকসাম পৌরসভা যুবদল নেতা, পশ্চিমগাঁ নিবাসী আলমগীর হোসেনের কবর জিয়ারত করেন নুরুন্নবী চৌধুরী ও তাঁর সফরসঙ্গী অন্যান্য বিএনপি নেতারা।
মৃত ব্যক্তিগনের পরিবার পরিজনের সাথেও কথা বলেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। এ সময় তিনি লাকসাম-মনোহরগঞ্জ বিএনপির দুই শীর্ষনেতা সাবেক এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজীম ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের পক্ষ থেকেও মৃত বাক্তিগনের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এ সময় লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সাধারন সম্পাদক বেলাল রহমান মজুমদার, বর্তমান লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক মনির আহমেদ, লাকসাম উপজেলা যুবদল নেতা জিল্লুর রহমান ফারুক, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা বেলাল, সাধারন সস্পাদক নুরুল আলম, উপজেলা কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান মনু, কান্দির পাড় ইউনিয়ন যুবদল নেতা আবুল হোসেন, পৌর যুবদল নেতা মোহাম্মদ সোহাগসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং মৃত ব্যক্তিগনের আত্বীয়স্বজন উপস্থিত ছিলেন।
Discussion about this post