প্রকৃতি পর্যবেক্ষণে কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রকৃতি পর্যবেক্ষণ কুমিল্লা ময়নামতি রাণীর বাংলো, বুড়িচং জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়, ময়নামিত ওয়ার সিমেট্রিতে অনুষ্ঠিত হয়। প্রকৃতি পর্যবেক্ষণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দফতরে পরিচালক প্রশিক্ষণ ফারুক আহম্মেদ এলটি। কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর সহকারি পরিচালক ইকরাম হোসেন। আলোচনা সভায় বক্তারা তাঁদের বক্তব্যে বলেন- প্রকৃতির গভীরে তাকালে সৃষ্টিকর্তাকে চেনা যায়, নিজেকে চেনার জন্য প্রকৃতি সর্ম্পকে জানতে হবে, প্রকৃতিকে ভালোবাসেনা এমন মানুষ খুজে পাওয়া কঠিন। প্রকৃতিকে ভালোবাসতে হবে, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিড়া যাবেনা। এসময় উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন ও প্রভাষক মিঠুন মজুমদার,  অনুষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ফয়েজুল হাসান বাবু, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিভাগের প্রভাষক মো: হাসান ভূইয়া, বাংলা বিভাগের প্রভাষক মো: নাজমুল হোসাইন খান ও প্রভাষক সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ মনির হোসেন, সমাজকর্ম বিভাগের প্রভাষক নাইমা আক্তার, কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক সুফিয়া আক্তার, জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক  নিশাত মাহমুদ ,তথ্য ও যোগাযোগ বিষয়ের প্রভাষক ফাহিমা আক্তার, উচ্চতর গণিত বিষয়ের প্রভাষক আয়েশা আক্তার।