কুমিল্লার সদর দক্ষিনে টাকা ধার না দেওয়ায় প্রবাসীকে গুলি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লা সদর দক্ষিন উপজেলায় টাকা ধার না দেওয়ায় আব্দুল আলিম (৩০) নামে এক প্রবাসীকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ ঐ প্রবাসী মাত্র দুই মাস আগে ছুটিতে দেশে আসে। তাকে আশংকাজনক অবস্থ্য়া উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার ঢাকায় নেয়া হয়েছে। অভিযুক্ত রুবেল সদর দক্ষিণ উপজেলার শিবপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডের হোটেল নুরজাহান এলাকায় । সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। গুলিবিদ্ধ আব্দুল আলিম বরুড়া উপজেলার অলীতলা গ্রামের আবু তাহেরের ছেলে।

থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে যতটুকু জেনেছি দুই মাস আগে গুলিবিদ্ধ আব্দুল আলিম প্রবাস থেকে এসেছেন। অভিযুক্ত রুবেল তার কাছে টাকা ধার চান। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে আলিমকে গুলি করে পালিয়ে যান রুবেল। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে।
অভিযুক্ত রুবেলকে আটক করতে এবং অস্ত্র উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।