মাইক্রোবাসের ধাক্কায় ওষুধ কোম্পানীর প্রতিনিধি নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে।

নিহত ওই ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির নাম সোলাইমান গাজী (৪০)।

ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান তার সহকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সোলাইমান নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মুকবুল আহম্মেদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বুড়িপুকুর পাড় এলাকায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানা যায়, সোমবার রাতে একটি মাইক্রোবাস হাটহাজারী দিকে যাচ্ছিল। পথিমধ্যে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বুড়িপুকুর পাড় এলাকায় পৌঁছলে মাইক্রোবাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রেপকো কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি সোলাইমানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনতা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় জনতা ঘাতক মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।