বাংলাদেশে এসেছিলেন রানি এলিজাবেথ, ঢাকা ছাড়াও গিয়েছিলেন অন্য যে শহরে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

বৃহস্পতিবার মহাপ্রয়াণ হয়েছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের৷ ৯৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি।

রানি এলিজাবেথ ৭০ বছরেরও বেশি সময় ব্রিটিশদের রাজত্ব করেছেন। বাবার মৃত্যুর পর ১৯৫২ সালে মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে বসেন তিনি।

নিজের ৭০ বছরের রাজত্বে স্বাধীন বাংলাদেশে একবার এসেছিলেন রানি এলিজাবেথ৷

সেটি ১৯৮৩ সালে৷ সে বছরের ১৪-১৭ নভেম্বর বাংলাদেশে অবস্থান করেছিলেন তিনি৷

এ সময়টায় ট্রেনে করে চট্টগ্রামে গিয়েছিলেন তিনি। সেখানে একটি মডেল গ্রাম পরিদর্শন করেন।

তাছাড়া কিভাবে মুড়ি ভাজা হয় সেটি দেখেছিলেন তিনি।

রানির সম্মানে ১০ টাকা মূল্যের একটি স্মারক স্ট্যাম্পও (ডাক টিকিট) প্রকাশ করেছিল বাংলাদেশ সরকার।

তাছাড়া ঢাকায় সেভ দ্য চিলড্রেনের কার্যালয়, জাতীয় স্মৃতি সৌধে গিয়েছিলেন রানি এলিজাবেথ৷