আড়িয়াল খাঁ নদীতে নৌকাবাইচ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে এক দৃষ্টিনন্দন নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ১৮টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিটি নৌকায় ৫০ থেকে ৬০ জন মাঝিকে নৌকার বৈঠা হাতে নিয়ে দেখা যায়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় ১৭ টি নৌকাকে পেছনে ফেলে খোয়াজপুর থেকে আসা জব্বার তালুকদারের পংখীরাজ নৌকা প্রথম স্থান অধিকার করে। এছাড়া মাহমুদপুর থেকে আসা বাবু ঢালীর বাচারি নৌকা দ্বিতীয় ও পাঁচখোলা ২ নং ওয়ার্ডের নৌকা তৃতীয়  স্থান অধিকার করে।

প্রতিযোগিতা শেষে শুক্রবার সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে প্রথম পুরষ্কার হিসেবে ৩৬ ইঞ্চি এলইডি টিভি, ২য়, ৩য়, ৪র্থ ও পঞ্চম পুরষ্কার হিসেবে ২৪ ইঞ্চি ৪ টি এলইডি টিভি ও সান্ত্বনা পুরষ্কার হিসেবে পিতলের কলস ও মোবাইল ফোন তুলে দেওয়া হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন শাহীন ঘরামী বলেন, নৌকা বাইচ বাংলার এক ঐতিহ্য। এখন এটি বিলুপ্তির পথে। করোনাকালীন সময়ের পরে আমরা আবারও এই ঐতিহ্য ধরে রাখতে ও মানুষকে আনন্দ দিতে যুব সমাজ ও মুরব্বিদের পক্ষ থেকে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা আশা রাখি আগামীতেও এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হবে।