করোনাভাইরাসের কারণে পরীক্ষা ছাড়াই প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন শিক্ষকেরা। বছরের প্রথম আড়াই মাসে হওয়া ক্লাস এবং টিভি ও রেডিওতে হওয়া ক্লাসের ভিত্তিতে নিজ নিজ শিক্ষার্থীদের নিজেদের মতো করে মূল্যায়ন করবেন শিক্ষকেরা। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মূল্যায়নের কাজটি শেষ করতে হবে। এর মাধ্যমে মোটা দাগে সব শিক্ষার্থীই পরীক্ষা ছাড়া ওপরের শ্রেণিতে উঠবে।
আর ওপরের শ্রেণিতে ওঠার পর তাদের রোল নম্বর আগের ক্লাসের রোল নম্বরই থাকবে। তবে কোনো অভিভাবক মনে করলে তাঁর সন্তানকে আগের শ্রেণিতেও রাখার সুযোগ পাবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম আজ প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মূল্যায়নের বিষয়টি শিক্ষকদের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই মূল্যায়নে কোনো পরীক্ষা হবে না। আর মাঠপর্যায়ের কর্মকর্তারা আগের শ্রেণির রোল নম্বর রাখতে মত দিয়েছেন।
অবশ্য শিক্ষকেরা বলে আসছিলেন, মূল্যায়নের বিষয়ে কেন্দ্রীয়ভাবে একটি নির্দেশনা করে দিলে সেটি সবার জন্য ভালো হতো।
এর আগে গত মাসে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই ওপরের শ্রেণিতে উঠার সিদ্ধান্তের কথা জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা কিসের ভিত্তিতে ওপরের শ্রেণিতে উঠবে, সে বিষয়ে অস্পষ্টতা কাটছিল না। এ রকম পরিস্থিতিতে একেক বিদ্যালয় একেক রকম চিন্তা করে আসছিল, কিন্তু কোনোটাই কার্যকর করতে পারছিল না। এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই সিদ্ধান্তের কথা জানাল।
Discussion about this post