ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মেয়র প্রার্থীরা ভোট প্রার্থনায় সরব থাকলেও বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মো. জয়নাল আবেদীন আব্দু রয়েছেন বিশ্রামে। দলীয় কোন্দলে তিনি হতাশায় বাড়ি থেকে বের হচ্ছেন না বলে জানিয়েছেন তার সমর্থকরা।
গত শনিবার বিকেলে ওই প্রার্থী দলীয় নেতাকর্মীরা পাশে আছেন কিনা এমন প্রশ্নে জোরালো কোনো উত্তর না দিয়ে সৃষ্টিকর্তার ওপর ভরসার কথা বলেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভার ভোট। ইভিএম পদ্ধতিতে এখানে ভোট অনুষ্ঠিত হবে।
স্থানীয়রা জানান, মেয়র পদে মূলত আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর মধ্যে লড়াই হবে। আলোচিত বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন রতন মনোনয়নপত্র প্রত্যাহার করায় দলটিতে ও মনোনীত প্রার্থীর মধ্যে স্বস্তি ফিরে আসে।
অন্যদিকে পৌর কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপিতে অস্বস্তি দেখা দেয়। ঘোষিত কমিটির ৩১ জনের মধ্যে ১১ জন পদত্যাগ করায় দলের ও প্রার্থীর মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। এছাড়া বর্তমানে উপজেলা কমিটি না থাকা এবং সাবেক হওয়া নেতারা এগিয়ে আসছেন না। ওইসব নেতারা নিজেদের মধ্যে আলোচনা করে ভোটের মাঠ থেকে দূরে থাকার সিদ্ধান্তও নিয়েছেন।
Discussion about this post