মুরাদনগরে জাতীয় যুব দিবসের র‌্যালি

এন এ মুরাদ ।।
প্রকাশ: ২ years ago
Exif_JPEG_420

‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভুইয়া জনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলম, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা উন্নয়ন ফ্যাসিলেটর জাহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, সফল আত্মকর্মী খলিলুর রহমান ও রতন চন্দ্র সুত্রধর।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর কবির, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকার, সোনালী ব্যাংক ব্যবস্থাপক সফুর উদ্দিন ভুইয়া, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক এন এ মুরাদ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষিত ১০৮ জন যুব ও যুব মহিলাদের মাঝে ২৯ লাখ ৫২ হাজার টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়।